প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৮:৪৭:৫২ প্রিন্ট সংস্করণ
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে হাসান আলী (৫) এবং নাফিজ হোসেন (৪) নামের দুই শিশু মারা গেছে। সোমবার বিকালে সহপাটিদের সঙ্গে ঘাঘট নদীতে গোসল করার সময় উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামের সুজন মিয়ার ছেলে হাসান আলী মিয়া মারা যায়। এর আগের দিন রোববার বিকালে বাড়ীর পাশে পুকুর ধারে খেলা করার সময় ওই পুকুরের পানিতে ডুবেই মারা যায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহারী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে নাফিজ হোসেন। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।