প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২১ , ৬:০৫:০৫ প্রিন্ট সংস্করণ
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
২০২১-২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ১৫ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও সরকারি বিলে ৪৪৬ দশমিক ১৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাদুল্যাপুর থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এই কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
এসময় তাঁর সঙ্গে ছিলেন সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, থানার অফিসার ইনচার্জ প্রদিপ কুমার রায়, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল প্রমুখ।