রাজশাহী

সান্তাহারে বিট পুলিশিংয়ের উদ্যোগে সমাবেশ

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৩:৩৮:০৯ প্রিন্ট সংস্করণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ বগুড়া জেলা পুলিশের আয়োজনে সান্তাহার পুলিশ ফাঁড়ির উদ্যোগে শনিবার বেলা ১১টায় সান্তাহার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জার্সিস আলম রতন, বগুড়া জেলা পরিষদের সদস্য এস এম জাহিদুর বারী, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাংবাদিক খায়রুল ইসলাম, নিসরুল হামিদ ফুতু, কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, মমতাজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম, সান্তাহার শহর বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, এ এস আই রুস্তম ফারুক প্রমুখ।

আরও খবর

Sponsered content