প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৪:৫৯ প্রিন্ট সংস্করণ
বগুড়ার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে বিপিয়ান গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপণের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিপি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন, বিদ্যালয়ের মানেজিং কমিটির সদস্য কানাই দেবনাথ, সদস্য ডি এম দুলাল, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, বগুড়া জেলা পরিষদ সদস্য এস এম জাহিদুর বারী, মতিউর রহমান টিটু, উত্তম কুমার ভৌমিক, সপ্তক কুমার ভৌমিক প্রমুখ।