প্রতিনিধি ১ মে ২০২০ , ৭:৪৭:৫৩ প্রিন্ট সংস্করণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনার আলোকে কর্মহীন পরিবারের মাঝে রাতের আধারে গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) জীবনের ঝুকি নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত উপজেলা গোয়ালা ইউনিয়নের কামাশপুর হাপানিয়া গ্রামের কয়েকটি পরিবার সহ উপজেলার অনেক গ্রামে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী এ উপহার পৌঁছে দেন এবং উপহার পেয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা মানুষদের কথা ভেবে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) যাতে উপজেলায় যোগ্য পরিবারের মাঝে পৌঁছানো যায় একারনেই নিজ গাড়িতে করে প্রত্যন্ত এলাকা ঘুরে প্রাপ্য যোগ্য পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে। এসময় গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান (মুকুল),উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।