দেশজুড়ে

সাপাহারে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ৫:১৮:১২ প্রিন্ট সংস্করণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় নওগাঁ কার্যালয়ের বাজার মনিটরিং টিম পরিচালনা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বাজার মনিটরিং করার সময় উপজেলার পেঁয়াজ বাজারে পাইকারী ও খুচরা দোকানে পেঁয়াজের দাম বেশি নেওয়া, মুদিখানা দোকানে তেলের দাম বেশি নেওয়া এবং মূল্য তালিকা বোর্ড না থাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ’র সহকারী পরিচালক মো. শামীম হোসেন ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মোট ১৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এসময় সাপাহার উপজেলা সেনেটারি ইনেসপেক্টর শওকত আলী, সাংবাদিক প্রদীপ সাহা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content