প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ৪:৩০:৪৮ প্রিন্ট সংস্করণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইসলামিক ফাউন্ডেশনের নির্মাণাধিন মডেল মসজিদ পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে নির্মাণাধিন মডেল মসজিদ পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন মহাপরিচালক আনিস মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. জালাল আহম্মেদ, নওগাঁ উপ-পরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক জাকিউজ্জামান, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।