প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩২:৫৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুারো : চট্টগ্রামের একটি আদালতে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায়। এ চার্জ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার বিচার কার্যক্রম শুরু হলো সরকার দলীয় সাবেক এমপি বদির বিরুদ্ধে। রোববার বদির আইনজীবি রফিকুল ইসলাম জানান, চার্জ গঠনকালে আদালতে আসামী বদি উপস্থিতিতে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল শুনানি শেষে চার্জ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন। বদি টেকনাফ পৌরসভার মেয়র থাকাকালীন ৪৩ লাখ টাকার তথ্য গোপন ও ৬৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় সেনা নিয়ন্ত্রিত তত্ত¡াবধায়ক সরকারের সময়। বদির আইনজীবী আরো জানান, আসছে ১৫ অক্টোবর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।