চট্টগ্রাম

সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের সহযোগী গ্রেপ্তার

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৫:৪০:৩৯ প্রিন্ট সংস্করণ

সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আলোচিত সাবেক কাউন্সিলর এসরারুল হকের ঘনিষ্ঠ সহযোগী মোঃ তারেক (৩৭)কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নগরীর বেপারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মোঃ তারেক নগরীর চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া এলাকার আব্দুর রহমান সওদাগর বাড়ি মৃত মোঃ ইউসুফের ছেলে। পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া তারেক চান্দগাঁও থানার মামলা নং-১১ এর আসামি ছিলেন।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content