বাংলাদেশ

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী আর নেই

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ১২:২৯:৫৭ প্রিন্ট সংস্করণ

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী আজ সোমবার সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৫ নভেম্বর কর্নেল (অব.) শওকত আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৮৪ বছর বয়সী কর্নেল (অব.) শওকত আলী কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন।

কর্নেল (অব.) শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া আজ সোমবার শোকবার্তায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীরাও শওকত আলীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও খবর

Sponsered content