উল্লেখ্য, জয়নাল আবেদীন ২৫ অক্টোবর (রবিবার) বিকেল ৩:৩০ ঘটিকার সময় তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকমাস ধরে তিনি নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারী করা হয়। এতে তাঁর শরীরের অবস্থার অবনতি ঘটে।
জানাযায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী প্রমুখ।
এদিকে জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হকসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ