রংপুর

সাবেক প্রতিমন্ত্রী রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ৪:২৪:৩১ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি :

বিরলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া সংগঠক, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
উপলক্ষ্যে বুধবার সকালে মরহুমের সমাধিস্থলে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মরহুম আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুমার স্ত্রী রমিজা রৌফ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোয়াইব, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসিম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে মরহুম আব্দুর রৌফ চৌধুরীর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জাল অর্পণ করা হয়।

আরও খবর

Sponsered content