প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ৫:১২:১০ প্রিন্ট সংস্করণ
সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে করোনা ভাইরাসে প্রাণ গেলো আব্দুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তার। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে কর্মকর্তা হিসাবে দায়ীত্ব প্রাপ্ত ছিলেন। শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন তিনি।
সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে ছিলেন আব্দুর রহমান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে এলাকাবাসিসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতল সূত্রে জানা গিয়েছে, করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল আসেন ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান। পরে তার করোনা পরীক্ষঅর জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ভাইরাসের শনাক্তের পর তার শারীরিক অবস্থার আরো খারাপ হতে থাকে।
১৪ জুন তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় ও তার শারীরিক অবনতিতে হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।