প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৭:৪৪:১৬ প্রিন্ট সংস্করণ
সাভার (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর সনিকটে সাভারের কাউন্দিয়ায় প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে (কোভিড–১৯) সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রথম একজন বৃদ্ধ (৭৫) এর মৃত্যু হয়েছে । শনিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার দায়িত্বরত কর্মকর্তা ডা.নাজমুল হুদা মিঠু ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
মৃত ওই বৃদ্ধ সাভারের কাউন্দিয়া ইউনিয়নের দিয়াবাড়ি ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা যায় । এসময় তিনি জানান, কয়েক দিন পূর্বে ওই ব্যক্তিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তে জন্য ভর্তি করানে হয় । পরে শনিবার ভোর ৪টার দিকে তার অবস্থার অবনতি হলে ৫টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় । ওই বৃদ্ধ হাঁপানিসহ বিভিন্ন রোগে পূর্বে থেকেই আক্রান্ত ছিলেন বলেও জানান ওই চিকিৎসক।
উল্লেখ্য, এপর্যন্ত সাভারে তিন চিকিৎসকসহ মোট ৫ জন কোভিড–১৯ রোগে সংক্রমিত হয়েছে । এদের মধ্যে এই প্রথম সাভার উপজেলায় কোভিড আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটল ।