Uncategorized

সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইতালী প্রবাসী গ্রেফতার

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৬:৪৬:২২ প্রিন্ট সংস্করণ

সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইতালী প্রবাসী গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে এক গৃহবধূকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এক ইতালি ফেরত প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার দুপুরে সাভারের ওয়াপদারোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাদিকুর রহমান সেলিম। সে সাভারের ওয়াপদারোড এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। পুলিশ বলছে, গত আট মাস আগে সাভারের ওয়াপদারোড এলাকার ইতালী ফেরত প্রবাসী সাদিকুর রহমান সেলিমের সাথে পরিচয় হয় এক নারীর। পরে ওই নারীকে পার্লারে চাকুরী দেওয়ার কথা বলে প্রতিনিয়ত নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন ইতালী ফেরত প্রবাসী সাদিকুর রহমান সেলিম। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে ইতালী ফেরত প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে মানুষিক ভাবে নির্যাতনও চালায়। পরে গতকাল সোমবার সকালে ভুক্তভোগী নারী ওই ইতালী ফেরত প্রবাসীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ দুপুরে নিজ বাড়ি থেকে ধর্ষণকারী ব্যক্তিকে গ্রেফতার করে। এছাড়া ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। ধর্ষণকারী ব্যক্তিকে সোমবার দুপুরে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধর্ষণকারী ব্যক্তি সাভারের ওয়াপদারোড এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। এবিষয়ে সাভার মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) নাজিউর রহমান বলেন, আটক ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content