প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৬:২১:১৫ প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি : সাভারে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভারের বলিয়ারপুর ভাঙ্গা ব্রীজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুর উদ্দিন জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় ভাঙ্গা ব্রীজ এর পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক নারীর উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। ধারানা করা হচ্ছো ওই নারী মানসিক ভাবে অসুন্থ ছিলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।