ঢাকা

সাভারে প্রতিপক্ষের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২১ মে ২০২৫ , ৭:৫০:৫২ প্রিন্ট সংস্করণ

সাভারে প্রতিপক্ষের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাভারে প্রাণনাশের হুমকি ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ভিত্তিহীন সংবাদ পরিবেশনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মো. নুরুজ্জামান নামে এক যুবক।

মঙ্গলবার বিকেল সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় ওই যুবক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ নুরুজ্জামান বলেন, প্রভাবশালী একটি চক্র আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। মূলত আমাদের পূর্ব পুরুষ থেকেই আমার পরিবার জমির মালিক। সাভারের বিভিন্নস্থানে আমাদের জমি রয়েছে। এরমধ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নেও আমাদের জমি রয়েছে। সেই জমির পাশেই একটি হাউজিং কোম্পানি সাইনবোর্ড দেন। সেই সূত্র ধরেই আমাকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে একটি প্রভাবশালী মহল কাজ করে যাচ্ছে। আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু আমাকে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা টেনে আমার নামে মিথ্যা কুৎসা রটনা হয়েছে একটি ইলেকট্রনিক মিডিয়ায়। একই সাথে ওই চক্রটি আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

এসময় তিনি আরো বলেন, এভাবে আমার মানহানি করার চেষ্টা করছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আইনী সহায়তা ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অবিলম্বে শাস্তির দাবি জানান তিনি।