প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ৬:১৭:১৯ প্রিন্ট সংস্করণ
ঢাকার সাভারে এক ব্যবসায়ীর জমিতে হামলা ও সাইনবোর্ড ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এসময় দুই ব্যক্তি আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে শনিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় আহত ব্যবসায়ী আব্দুর সামাদ বাদী হয়ে একটি অভিযোগ দেন।
আহত হলেন- সাভারের বিরুলিয়া ইউনিয়নের ব্যবসায়ী আব্দুস সামাদ ও তার ভাতিজা ফয়সাল হোসেন।
অপরদিকে অভিযুক্তরা হলেন- মহিদুর রহমান জয়, শহীদুল্লাহ কায়সার, নজরুল ইসলাম ও বাবুসহ অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচ জন।
আহত ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় নওয়াব এস্টেট থেকে লিজ নিয়ে জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। হঠাৎ করে মহিদুর রহমান জয়ের নেতৃত্বে কিছু লোকজন অতর্কিত আমাদের জমিতে হামলা চালায়। হামলাকারীরা টিন দিয়ে ঘেরা আমাদের জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। তাদের বাধা দিলে আমাদের উপর আক্রমণ চালায় বলে জানান তিনি।
এঘটনায় অভিযুক্ত মহিদুর রহমান জয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেনি।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।