ঢাকা

সাভারে সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা, নারীসহ আহত ৬

  প্রতিনিধি ১০ জুন ২০২৫ , ৫:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ

সাভারে সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা, নারীসহ আহত ৬

সাভারে ঈদ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শনার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ২ নারীসহ অন্তত ৬ জন।

সোমবার (৯ জুন) রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর পুরান বাড়ীস্হ বুম্বুলের মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘুরতে আসা দর্শনার্থীদের উপর সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলায় আহতরা হলেন- ফরহাদ হাওলাদার (২৫), মাসুম হাওলাদার (৩৮), আবু বকর হাওলাদার (৫০), সাইফুল হাওলাদার (২০), রোজিনা বেগম (২৪) এবং আসমা বোগম (২২)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানাধীন ভবানীপুর ফাঁড়ির পুলিশ।

হামলার স্বীকার আহত ফরহাদ হাওলাদার জানান, গতকাল সোমবার অন্যান্যবারের মতো আমাদের বাড়ীর পাশে এবারও বুম্বুলের মাঠে ঈদ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমরা পরিবার নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে সেখানে যাই। এসময় জাবেদ, হৃদয়, খালেদসহ বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল কিশোর মদ্যপ অবস্থায় সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলে প্রবেশ করে এলাকার মেয়েদের সাথে অশোভন আচরন করতে থাকে। তখন আমি ও আমার বড় ভাই মাসুম হাওলাদার এর প্রতিবাদ করলে তারা আামাদের উপর চড়াও হয়। একপর্যায়ে তারা আমাদের দুই ভাইয়ের উপর হামলা করে। বাধা দিতে গেলে তার আমার চাচাতো ভাই, ভাতিজা, বোন এবং ভাবীর শরীরেও আঘাত করে। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে ধাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হামলাকারী খালেদ মেহেদী বলেন, আমরা সাভার পৌরসভার গেন্ডা এলাকা থেকে সাদাপুরের ওই এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাই। তখন অভিযোগকারীরাই আমাদের উপর হামলা করে আমাদের মারধর করে।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শহীদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে সাদাপুরের ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। তার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content