প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৯:১৭ প্রিন্ট সংস্করণ
সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘোষনা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এ তথ্য নিশ্চিত করেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এই কমিটি অনুমোদন দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। উল্লেখ্য, গত ২০১৯ সালের ১৬ নভেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসিনা দৌলাকে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঞ্জুরুল আলম রাজিবকে সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক ঘোষণা দেন। প্রায় ১১ মাসের মাথায় এ কমিটি ঘোষণা করা হলো। এদিকে, দীর্ঘদিন পরে নতুন কমিটি ঘোষণা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সৎ, যোগ্য ও মেধাবীদের স্থান দেওয়া হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে নতুন মুখ আনা হয়েছে। তিনি বলেন, কমিটির সকল নেতাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেশবাসীর মাঝে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার এই লক্ষে কাজ করবে আশা করি।