প্রতিনিধি ৪ মে ২০২০ , ৭:২৯:৫০ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর)প্রতিনিধি : নকলা উপজেলার ভুরদী খন্দকার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার প্রাথমিক বিবরণে জানা যায়, পাশের গ্রাম পূর্ব আলিনাপাড়ার বাসিন্দা সফেন মিয়ার পুত্র শহিদুলের সাথে জোনাকির মন দেয়া–নেয়া চলছিল। এরই ফাঁকে গত ৫দিন আগে জোনাকি বিয়ের দাবিতে শহিদুলের বাড়িতে গিয়ে অনশন শুরু করে।
এমতাবস্থায় সামাজিক চাপের মুখে মাতব্বরগণ তাকে মারধর করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জোনাকি।