প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪১:১৭ প্রিন্ট সংস্করণ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: করোনা ভাইরাসের এই দূর্যোগময় পরস্থিতিতে জনসমাগম না করে সামাজিক দূরত্ব বজায় রেখে আনোয়ারা উপজলো জয়কালী বাজাররে সাপ্তাহিক হাটকে আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে।
আজ বুধবার ১৫ এপ্রিল সকাল থেকে আনোয়ারা উপজলো প্রশাসনের সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে হাট বাজার বিদ্যালয়ের খোলা মাঠে বসানো হয়েছে।
উপজলো নির্বাহী অফিসার শেখ জোবায়র আহমদে বলেন, র্বতমানে করোনা ভাইরাসের এই পরস্থিতিি মোকাবলোয় হাটসমূহে সামাজিক দূরত্ব বজায় রাখাও আবশ্যক। এ লক্ষ্যে আনোয়ারা জয়কালী বাজারের সাপ্তাহিক হাটকে আনোয়ারা উচ্চ বিদ্যলয় মাঠে স্থানান্তর করা হয়ছে। এতে করে বাজারের মোট আয়তন বৃদ্ধি পেয়েছে।