প্রতিনিধি ১৫ মে ২০২৫ , ৬:১০:৪৫ প্রিন্ট সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করেন কলেজ ছাত্রদল।
অবস্থান কর্মসূচিতে সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান আঁখিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম,পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন,জেলা ছাত্রদলের সদস্য ইমরান সরকার,মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমত আলী, সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুক্তারুজামান মুক্তা প্রমূখ। এসময় ছাত্রদল নেতা লাদেন আকন্দ,সিয়াম,আবু তাহের,শাকিল, রাসেলসহ কলেজের সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি ঢাবির স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন।