প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ৪:৫৪:২৩ প্রিন্ট সংস্করণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে পৌর শ্মশান ঘাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার দুপুুরে কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণে যমুনার চরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দিলীপ কুমার দেব, সহ সভাপতি স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজুর রহমান। সভাপতিত্ব করেন পৌর শ্মশান ঘাট নির্মাণ কমিটির সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্বশান ঘাট নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী ।