প্রতিনিধি ২৪ জুন ২০২১ , ৭:০৯:৩৭ প্রিন্ট সংস্করণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ২০২১-২২ইং অর্থ বছরের ২৭ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মতিউর রহমান মতি। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া। পৌর কাউন্সিলর মাহমুদুল হাসান মুনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সারিয়াকান্দি বনিক সমবায় সমিতির সভাপতি জহুরুল ইসলাম বাদসা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেওয়ান একরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বেলাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর বেগম, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।