চট্টগ্রাম

সার্কিট হাউস হবে চট্টগ্রাম নগরীর সবুজ হাব : চসিক মেয়র

  প্রতিনিধি ২২ মে ২০২৫ , ৭:৩৮:৩৩ প্রিন্ট সংস্করণ

সার্কিট হাউস হবে চট্টগ্রাম নগরীর সবুজ হাব : চসিক মেয়র

সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বেশি বেশি উদ্যান, খেলার মাঠ আর খালি জায়গার বিকল্প নেই। পরিকল্পিত চট্টগ্রাম নগরী গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যানে যেসব দিক নির্দেশনা বর্ণিত আছে সেগুলো অনুসরণ করে নগরীকে বাসযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে হাসপাতাল কিংবা অন্য কোনরকম স্থাপনা নির্মাণের পরিকল্পনা বন্ধ করে ঐতিহাসিক সার্কিট হাউজ প্রাঙ্গণকে জনস্বার্থে উন্মুক্ত রাখার দাবিতে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম আয়োজিত মানববন্ধন ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মেয়র বলেন, সার্কিট হাউজের সামনের এর আগে সিআরবিতেও হাসপাতাল করার চিন্তা ভাবনা করেছিল। কিন্তু এখানে যাঁরা আছেন, সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সিআরবিতে রেলওয়ের যে হাসপাতাল আছে, সেটি পূর্ণাঙ্গ হাসপাতাল করা হোক। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সে উদ্যোগ নিয়েছে। সেখানে সর্বস্তরের চট্টগ্রামবাসী চিকিৎসা নিতে পারবেন। এখান থেকে (সার্কিট হাউস) রেলওয়ে হাসপাতাল মাত্র এক মিনিটের রাস্তা।

অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ ম বখতিয়ারের সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনে বাংলাদেশ পরিবেশন আন্দোলন (বাপা), চট্টগ্রামের বিভিন্ন পরিবেশবাদি সংগঠন, সুশীল সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে আরও বক্তব্য রাখেন স্থপতি জেরিন হোসেন, লেখক ও সাংবাদিক আবুল মোমেন, প্রফেসর ড. শফিক হায়দার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, প্রকৌশলী এ বি এম এ বাসেত, শক্তি শাহিনুল ইসলাম খান, স্থপতি আহমেদ জিন্নুর চৌধুরী, হালিমা বেগম, পরিবেশকর্মী নোমান উল্লাহ বাহার, আরশাদ হোসেন, মহিউদ্দিন মুকুল, স্থপতি আদর ইউসুফ, নজরুল আজাদ প্রমুখ।

আরও খবর

Sponsered content