দেশজুড়ে

সিংড়ায় বেড়েছে চুরি-ছিনতাই, জনমনে আতঙ্ক

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ৫:৫০:০৬ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় বেড়েছে চুরি-ছিনতাই, জনমনে আতঙ্ক

নাটোরের সিংড়ায় গত কয়েকদিনে বেড়েছে চুরি-ছিনতাই। বিদ্যালয়, মাদ্রাসা, বাসা-বাড়ি, সবজির দোকান এমনকি কোরবানির গরুও চুরি হয়েছে। এছাড়া চলন্ত মোটরসাইকেল থেকে নারীদের ব্যাগ ছিনতাইয়ের তিনটি ঘটনাও ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে এসব চুরির বিষয়ে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বলছে, পুলিশি টহল বাড়ানো হয়েছে। এছাড়া অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের সরকারপাড়ায় আল জামিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসা ও এতিমখানার ল্যাপটপ, সিলিং ফ্যান, পাম্প মোটরসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এর আগে গত শুক্রবার (৬ জুন) রাতে চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের ল্যাপটপ, আইপিএস এর ব্যাটারীসহ লক্ষাধিক টাকার মালামাল ও মূল্যবান কাগজপত্র চুরি হয়েছে। এছাড়া গত ৩০ মে রাতে সোহাগবাড়ি মহল্লার সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে কোরবানির গরুসহ তিনটি গরু চুরি হয়। তিনটি গরুর আনুমানিক দাম ৩ লক্ষ টাকা। গত শনিবার রাতে পৌরসভার কাঁচা বাজারে চুরি হয়। গতরাতে (মঙ্গলবার দিবাগত রাতে) পৌরসভার সরকারপাড়া মহল্লায় ব্যবসায়ী রোজের বাসা থেকে টেলিভিশন, দামী ডিনার সেট, কাপড় ও ফ্রিজের মাংস চুরি হয়েছে। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিংড়া বাজারের সবজি ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, আমার দোকান থেকে কিছু টাকা ও একটি ডিজিটাল মিটার চুরি হয়ে গেছে। গত ১৫ দিনে এ বাজারে তিনবার চুরি হয়েছে।

সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আঞ্জুমান আরা বলেন, ঈদের ছুটিতে প্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সুযোগে চোরেরা ল্যাপটপ, আইপিএস এর ব্যাটারীসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। আমি এর সুষ্ঠু তদন্তসহ বিচার চাই।

আল জামিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা আতিকুর রহমান সাদী বলেন, মাদ্রাসা ঈদের ছুটিতে থাকায় কেউ না থাকায় ল্যাপটপ, ফ্যান, পাম্প মোটর চুরি হয়ে গেছে। সঠিক বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।

সচেতন মহল মনে করছেন নেশার টাকা জোগাতেই এসব চুরি সংঘটিত হচ্ছে। পুলিশের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে এই চুরি রোধ করা সম্ভব।

সরকারপাড়া মহল্লার যুবক হাফিজুর রহমান বলেন, সিংড়ার কিছু এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা হয়। মাদকের টাকা জোগাতেই এই চুরি হচ্ছে। পুলিশ প্রশাসনের উচিত এদেরকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইয়ের ঘটনায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। এছাড়া অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content