দেশজুড়ে

সিংড়ায় ৩৫ বছর শিক্ষকতার পর অবসরে জিয়াউল হক

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৫:১৮:৩১ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় ৩৫ বছর শিক্ষকতার পর অবসরে জিয়াউল হক

৩৫ বছর শিক্ষকতা শেষে অবসরে গেলেন নাটোরের সিংড়া উপজেলার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।

বৃহস্পতিবার (৩১অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে জিয়াউল হক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. জিয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ।

এসময় শুভেচ্ছা বক্তব্য দেন আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুল ইসলাম, বিয়াশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রইচ উদ্দিন, চিকিচওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুর কাদের, আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ বাহা উদ্দিন, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, খায়রুল ইসলাম, অভিভাবক সদস্য মো. আকরাম হোসেন, আলাউদ্দিন আকন্দ, সহকারী শিক্ষক মো. শামীম রেজা প্রমুখ।

বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক ১৯৯০ সালের ১৬ মে উপজেলার চৌপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। প্রায় ৩৫ বছর কর্মজীবন শেষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে আজ অবসর গ্রহণ করেন তিনি। কর্মজীবনে তিনি ২০১০ সালে সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্বাবধানে ২০১৭ সালে শিক্ষা সফরে ভারতে ভ্রমণ করেন। এছাড়া তিনি উপজেলা পর্যায়ে প্রাথমিক সমাপনি পরীক্ষা কেন্দ্রের হল সুপার, গণিত বিষয়ে শিক্ষক ট্রেইনার ও গণিতের প্রধান পরীক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আরও খবর

Sponsered content