প্রতিনিধি ৭ মার্চ ২০২২ , ৭:১৪:২৭ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বিধবা,বয়স্ক, প্রতিবন্ধী ও অস্বচ্ছল স্বামী নিগৃহীত মহিলাদের মাঝে ভাতা বহি বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চত্বরে সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তর হাবিবে মিল্লাত মুন্না।
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম,ইউপি সদস্য সানোয়ার হোসেন সানু প্রমূখ। এসময় সদর উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ বেলাল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সি, মৎস্যজীবী লীগ নেতা সুরুজ্জামান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফজলুসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।