রাজশাহী

সিরাজগঞ্জে আমন ধানের চারা বিতরণ

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৬:০৬:৩৩ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আপদকালিন নাবী জাতের রোপা আমন ধানের উৎপাদিত কমিউনিটি বীজতলার চারা বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে শিয়ালকোল ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের কমিউনিটি বীজতলার মাঠ থেকে ১শ ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নাবী জাতের রোপা আমন ধানের উৎপাদিত চারা বিতরণ করা হয়। এসময় পাবনা সিরাজগঞ্জের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হাসনা হেনা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রুস্তম আলী ও উপসহকারী কৃষি কর্মকর্তা বিএম সানাউল­াহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content