প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ৪:৪৩:২৪ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি :
বেসরকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সয়দাবাদ উচ্চ বিদ্যালয় থেকে খাদ্য সহায়তা প্রদান কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর এসিল্যান্ড মো. রহমতুলাহ।
খাদ্য সহায়তা বিতরণের পূর্বে এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির সহকারী ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন সয়দাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ নবীদুল ইসলাম, এনডিপির উপপরিচালক কাজী মো. মাসুদুজ্জামান পল, এনডিপির মনিটরিং এন্ড ইভালুয়েশন সহকারী ব্যবস্থাপক সাফিউল কাফি সুমন প্রমুখ।