দেশজুড়ে

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ৭:৪৭:০৭ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে

তিনদিনে যমুনার পানি কমতে শুরু করেছে। পানি কমলেও ঘন ঘন বৃষ্টি হচ্ছে, যার ফলে শিক্ষার্থী, চাকরিজীবী সহ খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ৯ অক্টোবর কাজিপুর স্টেশনে পানি কমেছে ৩১ সে: মিটার। তাছাড়াও ১০ অক্টোবর ২৫ সে: মিটার এবং ১১ অক্টোবর ১০ সে: মিটার পানি কমেছে। অপর দিকে সিরাজগঞ্জ স্টেশনে গত ৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পানি কমেছে ৬১ সে: মিটার।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ স্টেশনে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০.৯১ মিটার। ২৪ ঘণ্টায় ১১ সে: মিটার কমে বিপৎসীমার ১৯৯ সে: মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার কাজিপুর স্টেশনে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২.৪০ মিটার। ২৪ ঘণ্টায় ১০ সে: মিটার কমে বিপৎসীমার ২৪০ সে: মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে । তিনি আরও বলেন, হয়তো পানি আর বৃদ্ধি পাবে না। উল্লেখ্য, সিরাজগঞ্জে পানি কমার কারণে যমুনা পাড়ের মানুষের মাঝে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ প্রতিবছরই পানি কমার সময় যমুনায় ভাঙন দেখা দেয়।

আরও খবর

Sponsered content