প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ২:৩৯:৪৫ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি :
খাদ্য অধিদপ্তর সিরাজগঞ্জের উদ্যোগে কৃষকের অ্যাপ উদ্বোধন করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নান সেখের সভাপতিত্বে কৃষকের অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রফিকুল ইসলাম, কারিগরি খাদ্য পরিদর্শক মো. শফিউর রহমান, খাদ্য পরিদর্শক মোহাম্মদ আলী, উপ-সহকারী কৃষিকর্মকর্তা বিএম সানাউল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন তালুকদার ও উপ-সহকারী খাদ্য কর্মকর্তা গোপাল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।