রাজশাহী

সিরাজগঞ্জে হেলথ ক্যাম্পের উদ্বোধন

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ৪:২৫:৪৯ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য তিন দিনব্যাপী হেলথ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার
দিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক কানিজ ফাতেমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. তারিকুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. ফরিদুল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, মহিলা কাউন্সিলর রোমানা রেশমা, মেডিকেল অফিসার ডা. সৌমিত্র বসাক প্রমুখ।