প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২০ , ৪:৪৭:১১ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন সানশাইন বাংলাদেশ। সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া ফুলবাড়ি ঈদগাহে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ সময় সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকার অসহায় মানুষদের কম্বল দেওয়া হয়। সানশাইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসানুল বান্না জানান, এই তীব্র শীতে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে সমাজের অসহায় ছিন্নমুল দরিদ্র মানুষগুলো।
আমাদের সংগঠন সানশাইন বাংলাদেশের পক্ষ থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে কম্বল বিতরণ করেছে। আমরা বিভিন্ন নামে বেশ কয়েক ধরে এসব সামজিক কাজ করে আসছি।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উজ্জ্বল খান, আশরাফুল খান, অমিত খান, নাহিদ খান, অন্তর খান, আবু বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।