প্রতিনিধি ৯ মে ২০২০ , ৭:১৯:১৯ প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মৃত সামছুল হক তালুকদার ছেলে বাবু তালুকদারের (৩০) ভাড়াটিয়া মোসাঃ দিলবাহার বেগম (৬০) ঘড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাবু তালুকদার জানায়, আমি পেশায় একজন কৃষক এবং এই এলাকার পুকুর লগ্নিতে রাখিয়া মাছ ব্যবসা করি। আমি গত শুক্রবার সকালে পুকুর পরিস্কার করার জন্য ইছাপুরা লাল বাড়ী গ্রামে যাই। ওই সময়ে দুপুর অনুমান আড়াইটার সময় আমার স্ত্রী মোসাঃ জুমা আক্তার (২৫) আমার মোবাইলে ফোন করিয়া জানায় যে, আমার পশ্চিম ভিটির টিনের বসত ঘর ভাড়াটিয়া মোসাঃ দিলবাহার বেগম (৬০), এর ঘড়ে অজ্ঞাত নামা একজন মহিলা বয়স অনুমান (৬০) গোপনে ঘড়ে ঢুকে এর পরনের কাপড় দিয়ে ঘড়ের কাঠের আড়ার সাথে গলায় ফাঁস লাগাইয়া আত্নহত্যা করেছে।
তখন দিলবাহার বেগম তাহার রুমে প্রবেশ করিয়া ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত নামা মহিলাকে দেখে ডাক চিৎকার করিলে আশপাশের লোকজন আগাইয়া আসে এবং আমিও তাৎক্ষনিক ভাবে বাড়ীতে পৌছাইয়া উল্লেখিত ঘটনা দেখিয়া এবং পরে এলাকার লোকজন আসলে সিরাজদিখান থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া উক্ত অজ্ঞাত নামা মহিলার লাশ গত শুক্রবার সন্ধ্যায় থানায় নিয়ে আসে ।
পুলিশ জানিয়েছে, স্থানীয়রা কেউ ওই নারীকে চেনেন না। ওইদিন সকালে তাকে আবিরপাড়া গ্রামে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। সিরাজদিখান থানার (ওসি) মো. ফরিদউদ্দিন বলেন, ‘স্থানীয়দের ভাষ্য মতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে দাফনের ব্যবস্থা করা হবে।