দেশজুড়ে

সিরাজদিখানে আটো ছিনতাইয়ের ঘটনার ১ দিন পর চালকের মৃত্যু

  শিশির মন্ডল ১০ নভেম্বর ২০২৪ , ৬:২৫:১৯ প্রিন্ট সংস্করণ

সিরাজদিখানে আটো ছিনতাইয়ের ঘটনার ১ দিন পর চালকের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার ১ দিন পর চৈতন্য দাস চৈতা (৩৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়াগ্রামেরমৃত কালাচান দাসের বড় ছেলে।

সে শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। আইনি প্রকৃয়া শেষে রবিবার বিকাল ৪টায় হাসপাতাল কর্র্তৃপক্ষ নিহতদের সজনের কাছে লাশ হস্থান্তর করেন।।ভুক্তভোগীর পরিবারের স্বজনারা বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, বৃহস্পতিবার একটি নতুন ইজিবাইক নিয়ে যাত্রীসহ চৈতন্য দাস বেড় হলে গত শুক্রবারসকালেনিমতলা-হাসাড়া সড়কের নিমতলা এলাকার অচেতন অবস্থায় অটো চালক চৈতন্য দাসকে উদ্ধার করে এলাকাবাসী নিমতলা বাস স্ট্যান্ড ফলের দোকানের পাশে তাকে শুয়িয়ে রাখেন। সারাদনি ওই খানে শুয়ে থাকার পর শুক্রবার সন্ধ্যায় চৈতন্য দাসের কিছুটা জ্ঞান আসলে সে বাড়ি আসার জন্য নিমতলা রাস্তায় গাড়িতে উঠার চেস্টা করলে শ্রীনগর গামী গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়।

এ সময় এলাকার মানুষ ও হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেনিলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করলে শনিবার সকাল ১০ টায় চৈতন্য দাস মারা যায়। আজ রবিবার নিহতের লাশ ময়না তদন্ত শেষে বিকাল ৪টায় তার স্বজনদের নিকট হস্থান্তর করেন।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে সিরাজদিখান থানায় জিডি হয়েছিল। শুনেছি ঢাকা মেডিকেলে পোস্ট মর্টেম হয়েছে, এখনো বিস্তারিত বলতে পারছি না।

আরও খবর

Sponsered content