দেশজুড়ে

সিরাজদিখানে উল্টো রথযাত্রা দিয়ে শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রার মহোৎসব

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ৬:১১:১৮ প্রিন্ট সংস্করণ

সিরাজদিখানে উল্টো রথযাত্রা দিয়ে শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রার মহোৎসব

যেই গৌড় সেই কৃষ্ণ, সেই জগন্মাথ। নীলা চলের প্রভু তুমি জয় জগন্মাথ ধ্বনিতে প্রভুর অনুগ্রহ এবং জীবরূপ থেকে মুক্তিলাভের আশায় ভক্তদের রথের দড়ি টানা ও উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রার মহোৎসব।
আজ শনিবার সিরাজদিখান সন্তোষপাড়া গৌড় নিতাই মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বের হয় উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রা।

বর্ণিল সাজে সজ্জিত ১টি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি সন্তোষপাড়া গৌড় নিতাই মন্দির,সিরাজদিখান ভূমি অফিস,সিরাজদিখান থানা গেইট,সিরাজদিখান বাজার,সিরাজদিখান উপজেলা বাসস্ট্যান্ড,সিরাজদিখান আরাফাত জেনারেল হাসপাতাল গেইট হয়ে দানিয়াপাড়া শ্রী শ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে পৌঁছানোর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে রথযাত্রা উৎসবের।

এই যাত্রা পথে ভক্তরা চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন। রথ থেকে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। এ সময় রথের সঙ্গে ভক্তরা ঢাক, ঢোল ও বাদ্যের তালে নেচে গেয়ে কীর্তন করেছেন। এর আগে সকালে সিরাজদিখান সন্তোষপাড়া গৌর নিতাই মন্দিরে অনুষ্ঠিত হয় শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তন, আলোচনা সভা, হরিনাম সংকীর্তন।

সনাতন ধর্মমতে, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা ও বোনকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান জগতের অধীশ্বর জগন্নাথ দেব। দিনটি সোজা রথ হিসেবে প্রচলিত। আর এই সময় পূজার্চনা, নানা উপাচার আর বর্ণিল আয়োজনে ভক্তরা মাতেন আনন্দে, নামেন রাজপথে। প্রভুর অনুগ্রহ এবং জীবরূপ থেকে মুক্তিলাভের আশায় ভক্তরা টানেন রথের দড়ি। সোজা রথের যাত্রা শেষে দিন থেকে সাত দিন পর আবার তারা ফিরে আসেন, সেই দিনটি উল্টো রথ হিসেবে পরিচিত।

এদিন দুপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে সন্তোষপাড়া গৌড় নিতাই মন্দিরে এক আলোচনা সভায় সিরাজদিখান পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদ জয়ন্ত ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিরাজদিখান হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস,সহ-সভাপতি এড.সমরেশ নাথ। ০৯ দিন ব্যাপী শুভ অনুষ্ঠানের উল্টো রথযাত্রার উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জ্ঞানদীপ ঘোষ । আলোচনা সভার সভাপতিত্ব করেন দানিয়াপাড়া শ্রী শ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র নাথ বনিক ।

গত ২৭ জুন ২০২৫ইং শুক্রবার বিকেলে সিরাজদিখান দানিয়াপাড়া শ্রী শ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে সিরাজদিখান পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সহযোগীতায় শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব। রথযাত্রা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক ছিল সিরাজদিখান থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী।

আরও খবর

Sponsered content