প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৪:১২:৫৯ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের সিরাজদখিানে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে দুবৃৃত্তরা ।
এ ঘটনায় মো. হোসেন ও রকিব নামে দুইজনকে আটক করা হয়েছে। এদিকে লিপি আক্তারের মৃত্যুতে মালপদিয়া এলাকায় স্বজনদের কান্নার রোল পড়ে।
মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লিপি আক্তার মালবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নূরু ইসলাম শেখ নূরুর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান,রাত আটটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরের বাথরুমে যান লিপি আক্তার।
লিপি আক্তারের সাত বছরের ছেলে মো. মোস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার মা ঘরে আসতে দেরী দেখে দুজনের বাহিরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। ছেলে মেয়ের ডাক চিৎকার আশেপাশের লোকজন এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ১২টায় ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
সিরাজদিখানা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কি কারনে ওই গৃহবধূ খুন হয়েছে তা জানার চেষ্টা চলছে তবে ওই গৃহবধুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মো. হোসেন ও রকিব নামে দুইজনকে জিজ্ঞাসাবাদরে জন্য আট করা হয়েছে।