প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২০ , ১২:৫১:০২ প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সিরাজদিখানে খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর মিশনে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বড়দিন উৎযাপিত হয়।
খ্রিষ্টধর্মের প্রবর্তক এইদিনে যীশু খ্রিষ্ট ফিলিস্তিনের পশ্চিম তীরে বেথলেহেম শহরে এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে শুলপুর মিশনে কেক কাটা প্রার্থনা নাচগানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শুভ বড় দিন পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শুলপুর খ্রিষ্টান পল্লীর মাদবর প্রধান নির্মল রড্রিক্স, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজুল হক, শুলপুর গির্জার ফাদার লিন্টু ফ্রান্সিস ডি কস্তা,স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আশ্রাফ আলী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ।