দেশজুড়ে

সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের মিছিল

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৪ , ৬:২২:২৮ প্রিন্ট সংস্করণ

সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের মিছিল

ফরিদপুরের বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমের নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ক্যাম্পাস বর্জন করে অত্র কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ১ দফা দাবী করে নানা স্লোগান দেয়।“ দফা এক দাবী এক, অধ্যক্ষের পদত্যাগ” “আমাদের কলেজে, দুর্নীতি চলবেনা চলবেনা” এমন স্লোগান দেয়। এর আগে অধ্যক্ষের নামে কলেজের অর্থাত্মসাত ও নানা অনিয়মের লিখিত অভিযোগ উথাপন করেন শিক্ষার্থীরা । সে অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান। শিক্ষার্থীরা আরো জানান, উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সকল প্রকার ফি মওকুফ করার কথা থাকলেও অধ্যক্ষ সেটা করেননা।

অধ্যক্ষ ফরিদ আহমেদ বলেন, কলেজের উন্নয়ন মূলক কাজ ম্যানেজিং কমিটি ও সকল শিক্ষকদের নিয়ে করা হয়। ২০২২ সালের দিকে কলেজের উন্নয়নের অর্থের টাকা নয়ছয় নিয়ে একটি অভিযোগ অত্র কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা কাজী সিরাজুল ইসলাম এর কাছে দেয়া হয়। সে অভিযোগের বিপরিতে একটি প্রতিবেদন তৈরী করে পরবর্তী মিটিংয়ে দেয়া হবে।

তবে বিলম্বের কারণে সেটা আর দেয়া হয়নি। আমার নামে শিক্ষার্থীরা যে আজ স্লোগান দিয়েছে তাতে আমি দুঃখিত। কেন তারা এমনটি করলো তা আমার জানা নেই। অত্র কলেজের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান বলেন, শিক্ষার্থীরা মৌখিকভাবে জানিয়েছে। তবে তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content