Uncategorized

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ১২:৪৪:১২ প্রিন্ট সংস্করণ

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেম মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ৭৯ বছর বয়সী এই কূটনীতিকের মৃত্যু নিয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত সমর্থক ও সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন ওয়ালিদ আল-মোয়ালেম।

সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেও ইরান ও রাশিয়ার সাহায্য নিয়ে শাসক প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সচেষ্ট ছিলেন ওয়ালিদ আল-মোয়ালেম। তিনি বলতেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো দেশের অভ্যন্তরে সংঘাত সৃষ্টিকারীদের মদদ দিচ্ছে। এ কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে এবং ঘরহারা হচ্ছে লাখো মানুষ।

২০১১ সালে আসাদ পরিবারের শাসনের অবসান চেয়ে সিরিয়ায় বিক্ষোভ শুরু হলে তাতে ব্যাপক দমন-পীড়ন চালান প্রেসিডেন্ট আসাদ। এরপর তা গৃহযুদ্ধে রূপ নেয়। এখন পর্যন্ত তা চলছে।

আরও খবর

Sponsered content