সিলেট

সিলেটে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ১০ করোনারোগী

  প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ১:৪৩:০৯ প্রিন্ট সংস্করণ

সিলেটে করোনার চিকিৎসা কেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ১০ রোগী। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন ওই হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার চয়ন রায়।

তিনি বলেন, এই দিন হাসপাতালে ৮৬ জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে বিকেলে করোনা আক্রান্ত ৩৩ বছরের এক নারীর মৃত্যু হয়। এরপর রাত পৌনে ১১টার দিকে করোনার উপসর্গ নিয়ে মারা যান ৫৫ বছরের এক বৃদ্ধ।

এ পর্যন্ত হাসপাতালে ৮৪ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে করোনা আক্রান্ত ৭৪ জন এবং করোনা সন্দেহে ১০ জন ভর্তি আছেন। তন্মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ১০ জনের মধ্যে ৪ জন পজিটিভ এবং ৬ করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আরও খবর

Sponsered content