প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৮:১৫:০৫ প্রিন্ট সংস্করণ
সিলেট ব্যুরো : সিলেটের শাহপরান থানাধীন পীরের বাজার থেকে র্যাব অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে শাহপরাণ থানা পুলিশ ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। রাকিব আহমদকে (২১) শাহপরাণ থানা এলাকার মোকামেরগুল আটগাঁও গ্রামের জালাল মিয়ার ছেলে। এর আগে গত শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।