চট্টগ্রাম

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা, ক্যামেরা ভাংচুর

  চট্টগ্রাম (সীতাকুণ্ড) প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৫ , ৬:২৯:১২ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা, ক্যামেরা ভাংচুর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে পাহাড়ি এলাকার জায়গা দখলকে কেন্দ্র করে শনিবার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা একজন নিহত এবং অন্তত ১৬ জন আহতের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের দুই সাংবাদিক।

রোববার বেলা সাড়ে এগারোটার দিকে হামলার এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন চট্টগ্রাম টেলিভিশন রিপোটার্স নেটওয়ার্কের আহবায়ক ও এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ এবং টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের ক্যামেরাপার্সন মোহাম্মদ পারভেজ রহমান। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত মোহাম্মদ পারভেজ রহমান জানান, শনিবারে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহে রোববার সকালে জঙ্গল ছলিমপুরের লোহারপুল এলাকায় গেলে হঠাৎ ৫০-৬০ জন লোক আমাদের ওপর হামলা করে। এতে এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদের মাথা ফেটে যায়। তারা অস্ত্র ও গাছের টুকরো দিয়ে আমাদের আঘাত করে। মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে। ক্যামেরা ভেঙেছে।

পরে আমাদের জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। আমরা কোনোরকমে সেখান থেকে বেরিয়ে আসি।’ হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ছিনিয়ে নেয়।

আরও খবর

Sponsered content