প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:১৪:২৭ প্রিন্ট সংস্করণ
সীতাকুন্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ১৫ শয্যার আইসোলেশান সেন্টারে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রোববার বেলা ১১ টায় ফিতা কেটে হাসপাতালটির রোগী ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিজয় স্নরণী বিশ্ববিদ্যালয় কলেজকে বানানো আইসোলেশান সেন্টারটি ১৫ বেডের অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এটি পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নত করা হবে বলে জানান সাংসদ দিদার। উক্ত আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে ৬জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কমী সেবা প্রদান করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুদ্দীন রাশেদ, হাসপাতালের উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দীন এবং বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মীর কামাল উদ্দিন, সমাজ সেবক জসিম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন, কামাল উদ্দিন, রিপন, অহিদুল আলম সালাউদ্দিন, ছাত্রলীগ নেতা শাহীন, সাইফুল, আমজাদ, রানা রাকিন এবং জাফর চৌধুরী, বক্কর, রাশেদ, তুষার। আইসোলেশন সেন্টারটিতে সার্বিক সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ভাটিয়ারী বিজয় সরণি কলেজ ক্যাম্পাসকে আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যেগ নিয়েছি। এতে করে এতদ অ লের করোনা আক্রান্ত রোগীদের তথা সীতাকুণ্ডবাসীরদের জন্য নতুন আরেকটি চিকিৎসার দ্বার খুলে গেলো।