প্রতিনিধি ৬ মে ২০২০ , ৮:০৩:২৫ প্রিন্ট সংস্করণ
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার বয়স (৪৬)। তিনি ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর উপজেলা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌর সদরের আমিরাবাদ এলাকায় জনৈক লিটনের ভাড়া বাসায় বসবাস করছেন, তার গ্রামের বাড়ি রংপুর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন রাশেদ। এ নিয়ে সীতাকুণ্ডে মোট আক্রান্ত ৫ জনে দাঁড়িয়েছে। জানা গেছে আক্রান্ত ব্যক্তি গত ২৯ এপ্রিল নমুনা দিয়ে আসলে আজ ৬ মে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে করোনা রোগী শনাক্তের রিপোর্ট এ তার পজিটিভ ধরা পড়ে।
এদিকে রির্পোট পজেটিভ আসার পর পরই উক্ত ব্যক্তির এলাকায় ২ বাড়ির ৩০টি পরিবারের ১২০ এবং ঐ ব্যক্তির সাথে চাকরী করা আরো ৬ জনকে লকডাউনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নুর উদ্দিন রাশেদ।