প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২২ , ৩:৫৩:০০ প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সাগরের প্রবল জোয়ারে চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ভেসে এসেছে আনুমানিক ৭ মাস বয়সী অজ্ঞাত এক কন্যা শিশুর মৃতদেহ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের আছোয়া শিপ ইয়ার্ড থেকে লাশটি উদ্ধার করে গাউছিয়া কমিটির মানবিক টিম।
জানা যায়, সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করার সময় লোহার প্লেটের উপর এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে। সাগরের প্রবল জোয়ারে শিশুর মৃতদেহটি ইয়ার্ডের ভিতর চলে আসে বলে জানান শ্রমিকরা। খবর পেয়ে মামুনুর রশিদের নেতৃত্ব ভাটিয়ারী ইউনিয়ন গাউছিয়া কমিটির টিম মৃতদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিরা নৌপুলিশের এস আই মাহবুব। তিনি বলেন, ‘শিপইয়ার্ডের দারোয়ান একটি শিশুর মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে আমাদের জানান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়।