প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৮:১৭:৫৩ প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় আর আর টেক্সটাইল মিলের ভিতরে ঝোপের মধ্যে থেকে একটি আট ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকালে স্থানীয় কয়েকজন যুবক সাপটি উদ্ধার করে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে যায়।
এব্যাপারে চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, স্থানীয় কয়েকজন যুবক মিলের ঝোপের ভিতর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে পরিষদে নিয়ে আসে, আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়কে জানালে তিনি সাপটি বন কর্মকর্তাকে হস্তান্তর করতে বলেন।
এরপর বাড়বকুণ্ড রেঞ্জের কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় গভীর বনে সাপটি অবমুক্ত করা হয়।