চট্টগ্রাম

সীতাকুণ্ড আইআইইউসিতে গায়বানা জানাযা, বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবী  

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ৪:৪৩:১৩ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড আইআইইউসিতে গায়বানা জানাযা, বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবী  

চট্টগ্রাম আদালতের সহকারী সরকারী কৌঁসলী (এপিপি) সাইফুল ইসলাম আলিফ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারীরা ইসকনকে নিষিদ্ধ করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ( আইআইইউসির) কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

জানাযায় উপস্থিত ছিলেন আইআইইউসির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মুহাম্মদ কাসেম, পিএসসি (অব.) আইন বিভাগের শিক্ষক রিদোওয়ান গণি, হাদিস বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ ও প্রক্টর মোস্তফা মনির চৌধুরী। জানাজায় ইমামতি করেন শিক্ষক অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া।

আরও খবর

Sponsered content